আপনার সন্তান কি করবে?


আপনার সন্তান কি করবে?

সকাল আর বিকেল হলেই দেখা যায় ছোটো ছোটো ছেলে আর তাদের মা, বাবা হাতে ক্রিকেট ব্যাট নিয়ে চলেছে মাঠে। সবাই ব্যাট হাতে মাঠের দিকে যাচ্ছে, সবাই কি ব্যাটসম্যান হবে? বোলার, উইকেট কিপার কেউ হবে না?
নাকি অজান্তেই মা বাবা তাদের সন্তানকে সুদুই শচীন টেন্ডুলকার বানানোর ইচ্ছায় কিছুই হয়ে উঠতে পারছে না।

আচ্ছা শচীনকে যদি স্পিনার বানানো হতো তাহলে কি প্রথিবী বিখ্যাত হতে পারতো?
না পারতো না, যার জন্য বিধাতা যা লিখে রেখেছেন সেটাই হবে। প্রতিটা মানুষের জন্ম কুষ্টিতে তেমন ভাবেই লেখা থাকে বোরো হলে বোলার হবে না ব্যাটসম্যান হবে, নাকি উইকেট কিপার হবে।

স্পিন বোলার বা গুগলী বোলার

1, স্পিনার বোলারের প্রধান সাইন পৃথ্বী। (বৃষ, কন্যা, মকর)।

২, পৃথ্বী নক্ষত্র (রোহিণী, মৃগশিরা উত্তর ফাল্গুনী, হস্তা চিত্রা, উত্তর সাড়া, শ্রাবণ, ধোনিষ্ঠা।

3, চতুর্থ বা 7 ম ভাব, ২য় ভাবের সাথে যুক্ত হলেস্পিন বোলার তৈরি করেন।

4, চাঁদ থেকে ২ য় এবং 5 র্থ ভাব খেলাধুলা কার্যকলাপ দিতে পারে, যেমন চাঁদ 6 য় ভাব থেকে স্বাভাবিকভাবে গ্রহণ যোগ্য।

5, লগ্ন পতি 6, 8, 12 ভাবে হতে হবে।

6, যে কোনো বোলারের জন্য ফাস্ট বা স্পিন বোলারের কাছ থেকে 3 য় ভাব ভীষণ গুরুত্বপূর্ণ।

উদাহরণ ..

মুত্তিয়া মুরালিধরন ..

এই চার্টে, লগ্নে, শনি, শুক্র, মঙ্গল সহ তিনটি গ্রহের সাথে উচ্চস্ত 🌒 চন্দ্র অবস্থান করছে।

চাঁদ থেকে ৮ম পতি বৃহস্পতি নিজের ঘরে ধনুতে অবস্থিত।
9-10 তম শনিবার,
থার্ড লর্ড চাঁদ।
7-12 পতি মঙ্গল।
1-6 পতি শুক্র।
২য় 5ম লর্ড বুধ।
11ম পতি বৃহস্পতি তাঁকে নাম ও খ্যাতি অর্জন করতে সাহায্য করেছিলেন।

বৃষ থেকে বৃহস্পতির ওপর মঙ্গলের ৮ম দৃষ্টিভঙ্গি একজন ব্যাটসম্যানকে প্রতিকূল করে তোলে।

১২সে রবি কেতুর নক্ষত্রে সেই কেতুর অবস্থান ৩য় ভাবে এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থান করে সূর্যের ওপর ৫ম দৃষ্টি আকর্ষণের মাধ্যমে মুরলিথারণকে শ্রীলঙ্কার শ্রেষ্ট স্পিনার বানিয়েছে।

লগ্নে চন্দ্র আর ৬য় পতি লগ্ন পতির সাথে সহাবস্থান এবং ১১পতি ৮মে তার নিজের ঘরে অবস্থান করে মুরলিথারণকে একজন সফল যোদ্ধা, সফল বোলার হতে সাহায্য করেছে।

সম্রাট বোস
7890023700