প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


প্রধানমন্ত্রী।

লগ্ন পতি লগ্নে, ১১পতি ১১শে ৩পতি রবির নক্ষত্রে অবস্থান করে ১,৩,১১ যোগ সাধন করেছে।
আমি আগেই বলেছি জাতচক্রে ১,৩,১১ যোগ হলে সেই জাতক কোনো না কোনো ভাবে প্রতিষ্টা পাবেই।

ভারতের গুজরাট রাজ্যের এক রেলস্টেশনে চা বিক্রি করতেন বালক নরেন্দ্র মোদি। তারপর একসময় নাম লেখালেন রাজনীতিতে। গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী মোদিকে ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। প্রধানমন্ত্রী হন সেই পরীক্ষিত মোদিকেই।

বৃশ্চিক রাশি, লগ্ন এবং লগ্নে মঙ্গল আমাদের প্রধানমন্ত্রীকে তেজী, জেদী এবং অতিরিক্ত সাহসী করে তুলেছেন।

শৈশবে চা বিক্রেতা
গুজরাটের সিংহাসনে বসা মোদির বর্তমান জীবনের বিপরীতে অতীতটা নিতান্তই জলুসহীন। গুজরাটের মেহসানা জেলার এক নিম্নমধ্যবিত্ত পরিবারে ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম তাঁর। চা-বিক্রেতা বাবার চার সন্তানের মধ্যে মোদি ছিলেন তৃতীয়। শৈশবে বাবাকে সাহায্য করতেন বেদনগর রেলস্টেশনে; যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতেন মোদি।

পরিবার ও স্কুল জীবন
ক্ষীণ আলো-বাতাস প্রবেশে সক্ষম, এমন এক বাড়িতে বাস ছিল মোদি পরিবারের। সেখানে জ্বলতে থাকা একমাত্র বাতিটি নিরন্তর জোগান দিত ধোঁয়া আর কালি।
পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, স্কুলে মোদি ছিলেন আর দশটা ছাত্রের মতোই।তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, টানা চার দশক ধরে ‘নবরাত্রি’র সময় উপবাস করছেন তিনি।
জীবনীগ্রন্থ রচয়িতা নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে, কম বয়সে বিয়ে করেন মোদি।

রবি

শুধু রবির নক্ষত্রে ৪টে গ্রহ অবস্থান।
শনি, রবি, বুধ,কেতু ১০/১১ স্থান জুড়ে বসে আছে।
কুন্ডলীতে রবির প্রভাব বেশি থাকলে সেই মানুষ যেখানেই থাকুক না কেন, যত অন্ধকারে থাকুক, মানুষ তাকে চিনতে পারবেই, এবং সেই মানুষ দিনের আলোর মতন ছড়িয়ে পড়বে সমাজের বুকে।

রাজনৈতিক জীবনের সূচনালগ্ন এবং অতঃপর
ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা করার জারির পর রাজনৈতিক বিরোধীদের জেলে ভরতে থাকেন। সে সময় দিল্লি থেকে গুজরাটে ফেরেন মোদি। একটি স্কুটারে চড়ে গুজরাটের এখানে-সেখানে যান তিনি। মাঝে মাঝে আবার লাপাত্তাও হয়ে যেতেন। তবে সুযোগ পেলেই ইন্দিরা সরকারের বিরুদ্ধে প্রচার করতেন বিভিন্ন পুস্তিকা।
রাজনীতিতে জড়ানোর পরও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন মোদি। পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
কঠোর পরিশ্রম ও দক্ষতার জন্য বড়দের কাছ থেকে প্রশংসা কুড়ান মোদি। ১৯৮৭-৮৮ সময়ে তিনি বিজেপির গুজরাট ইউনিটের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। মূলত, এর মধ্য দিয়েই মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ধীরে ধীরে বিজেপিতে নিজের অবস্থান পোক্ত করেন মোদি। ১৯৯০ সালে তিনি আদভানির নেতৃত্বে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রায় বড় ভূমিকায় ছিলেন।
১৯৯১ সালে তত্কালীন দলীয় প্রধান মুরলি মনোহর যোশির নেতৃত্বে কন্যাকুমারী-শ্রীনগর একতা যাত্রারও অন্যতম সংগঠক ছিলেন মোদি।

শুক্র

ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী সর্বকালের সেরা ক্ষমতাশালী এবং বিদেশনীতি বিশারদ।
শুক্র ৭,১০,১২ যোগসাধন করে ১০মে নিজের নক্ষত্রে অবস্থান করেছে। এরফলে ব্যাবসা বা বিদেশনীতি বা কর্ম ব্যাবস্থার যোগ সৃষ্টি করেছে।

হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মোদি। ট্রাম্প জমানায় এটাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর। অর্থনীতি, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে এই সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম এবং নরেন্দ্র মোদির একই রাশি,
বৃশ্চিক রাশি, তাই দুজনের মনের মিল স্বভাবতই দৃঢ়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর আগে আর কখনোই এত ভালো ছিল না, এত সুদৃঢ় ছিল না।’ তিনি মোদিকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আমাদের দুই দেশে নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে চাই, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। দুই দেশের জন্য সহায়ক বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই।’

আমার এই লেখা কোনোরকম রাজনৈতিক উদ্দেশ্য পরিনিত নয়, তাই মদি জির ভবিষ্যতের রাজনৈতিক কোনো রকম আলোচনা করলাম না।
খুব সংক্ষেপে আলোচনা সমাপ্ত করলাম।
প্রধানমন্ত্রীর জীবনের বাকি বিচার আমার মনের মধ্যেই থাক।

সম্রাট বোস
7890023700