Articles & Blog

ভরণী নক্ষত্র

Sharing is caring!

ভরণী নক্ষত্র

এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা প্রচন্ড নিয়ম মেনে চলেন জীবনে।
ভরণী সিম্বল হলো “হাতি”, একমাত্র হাতি জঙ্গলের সমস্ত প্রাণীদের মধ্যে নিয়ম শৃঙ্খলায় বেঁধে রেখে নিজেদের।

আমির খান, ডন ব্র্যাডম্যান, নেতাজি সুভাষ চন্দ্র বসু এর জন্ম হয় ভরণী নক্ষত্র।

নেতাজি সুভাষ চন্দ্র বসু তাহার সমস্ত ছাত্র জীবন অত্যাধিক নিয়ম শৃঙ্খলার মধ্যে অবোধ্য রেখে কৃতী ছাত্র হয়েছিলেন, এটা সমস্ত ভারতবাসী ও গোটা পৃথিবীর জানা।

আমির খান তার প্রতিটা সিনেমা অদ্ভুত perfection এর দ্বারা সংঘঠিত করেন, এই কারনে আমির খান কে Mr perfect নামে ডাকা হয়।

ভরণী নাক্ষত্রে এর দেবতা “যম”, মৃত্যুর দেবতা, নিঃস্বাস, প্রশ্বাসের দেবতা।
যম স্বার্থ ত্যাগ, নিয়মানুবর্তিতা, এবং সততার দেবতা।
রবি যখন ভরণী নাক্ষত্রে আসেন তখন মানুষের মধ্যে ত্যাগ এর প্রবণতা বৃদ্ধি পায়।

মা আনন্দময়ী, স্বামী চিন্মওয়ানন্দের জন্ম হয়েছিল রবিতে ভরণী নক্ষত্রে।

ভরণী নাক্ষত্রের অধিপতি শুক্র, এবং মেষ রাশির অধিপতি মঙ্গল। শুক্র+ মঙ্গলের মিলন হয়েছে অগ্নি রাশিতে। এই সকল জাতকের খুব বেশী যৌন ইচ্ছে থাকে।
এদের খারাপ দিক হলো, খুব জেদী এবং রাগী হয়।
আমেরিকার প্রাক্তণ প্রেসিডেন্ট “বিল ক্লিনটন” এর জন্য নক্ষত্র “ভরণী”।

এই সকল জাতকের মাথায় চোট আঘাত লাগে বার বার এবং চোখের সমস্যা দেখা যায়।

সম্রাট বসু
7890023700

Leave a Reply

Back To Top
shares