ভরণী

Bharani means sudden.

ভরণী নক্ষত্র হটাৎ কোনো ফল দিয়ে থাকে।

1, যদি লগ্ন পতি ভরণী নক্ষত্রে অবস্থান করে তাহলে সেই জাতকের জীবন হটাৎ করেই পরিবর্তন হয়ে যেতে পারে।

2, যদি সপ্তম পতি ভরণী নক্ষত্রে অবস্থান করে তাহলে জাতকের জীবনে ব্যবসার দিকে হটাৎ করে পরিবর্তন বা হটাৎ করেই বিবাহের সিদ্ধান্ত নিয়ে পারে।

3, যদি পঞ্চম পতি ভরণী নক্ষত্রে অবস্থান করে তাহলে জাতকের জবনে তার সন্তান হটাৎ করেই আসবে।

4, যদি চতুর্থ পতি ভরণী নক্ষত্রে অবস্থান করে তাহলে জাতক হটাৎ করেই ঘর, বাড়ি বা সম্পত্তি ক্রয় করে ফেলতে পারেন।

Case study

1, প্রথম কুন্ডলীতে সপ্তম্ পতি এবং দ্বাদশ পতি শুক্র ভরণী নক্ষত্রে অবস্থান করছে।

জাতক একটা ব্যবসা করেন, ব্যবসার জন্য ওনাকে হটাৎ হটাৎ দেশের বাইরে যেতে হয় তার সাথে ভারতেরও বিভিন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়।

সপ্তম পতি ভরণী নক্ষত্রে অবস্থান করায় জাতকের বিবাহ হয়েছে হটাৎ করেই, তিন দিনের সময় পেয়েছিলেন বিবাহের প্রস্তুতি নেবার জন্য।

2, দ্বিতীয় কুন্ডলীতে জাতিকার 6 আর 9 পতি বুধ ভরণী নক্ষত্রে এবং রাহু ভরণী নক্ষত্রে অবস্থান করেছে, চতুর্থ স্থানে।

রাহু চতুর্থে অবস্থান করায় জাতিকা একটি ফ্লাট কিনেছেন কিছুদিন আগে, প্রমোটারের সাথে হটাৎ করে কোনো একটা টাকা পয়সার লেনদেনের সমস্যার জন্য, প্রমোটার জাতিকাকে অল্প দামে তার একটা ফ্লাট বিক্রি করে দেন, জাতিকা প্রমোটারের থেকে টাকা না পেয়ে, ফ্লাটটা কিনে নিতে বাধ্য হন।