বাস্তু


#############বাস্তু############

মধ্য কলিকাতা অথবা উত্তর কলিকাতার কিছু বাড়ি আছে যেখানে প্রচুর মানুষ বাস করে এই মানুষের সংখ্যা নেহাতই কম নয় 50 লক্ষের বেশি। যাদের পূর্বপুরুষ এই বাড়িতে জন্মেছিলেন এবং তাদের উত্তর পুরুষ এখনও পর্যন্ত সেই বাড়িতে বসবাস করেন। আমার কাছে প্রচুর মানুষ আসেন যাদের বসবাস ওই রকম বাড়িতে। এদের মধ্যে বহু মানুষের আয় উন্নতি অভাব সংসারে অশান্তি এবং বাড়ির বহু মানুষের বিভিন্ন রোগের দাঁড়া আক্রান্ত।
একটি বাড়িতে বহু মানুষ থাকার দরুন এবং একটি বাড়ির বহু মানুষের মালিকানা থাকার দরুন বছরের পর বছর এই বাড়িগুলির সংস্কার করা হয় না তাই জন্য এই বাড়ির বাস্তুর অবস্থা ক্ষতিগ্রস্ত হতে হতে তলানিতে ঠেকেছে। বাড়ির ব্রহ্মস্থান সারাক্ষণ এরজন্য স্যাঁতসেঁতে এবং বাড়ির চারিদিকে ভগ্ন অবস্থা তার সাথে চারিদিকে ঝুল পড়েছে। এই বাড়িগুলি এতই বড় যে একজনের দ্বারা সংস্কার সম্ভব নয়, এমন ক্ষতিগ্রস্ত বাস্তুর দ্বারা তাদের জীবনেও নেমে এসেছে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি। একটি বাড়িতে 15 খানা ঘর থাকলে পাঁচটা পরিবার বসবাস করে কোন একজনের দ্বারা সম্ভব নয় সম্পূর্ণ বাস্তুর নিরাময় করা। তাই প্রতিনিয়ত এই সকল মানুষকে খারাপ বাস্তুর জন্য তাদের ভাগ্য অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমি সেই সকল মানুষের জন্য বাস্তুর একটা উপায় বলতে পারি তাতে বাস্তু সম্পূর্ণ দোষ নিরাময় না হলেও অল্প হলেও আপনাদের বাস্তু সংস্কার হতেই পারে। যার জন্য আপনাদের অনেক অর্থের খরচ করতে হবে না শুধু সৎ মানসিকতা থাকলেই হবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনাদের বাড়ি ঢোকার সময় থেকে শুরু করে আপনাদের ঘর পর্যন্ত যাওয়ার রাস্তায় কোন আলোর বন্দোবস্ত থাকেনা। এই বাড়িগুলো এমন মানসিকতা হয়ে উঠেছে যার পরিবারের লোকজন বাড়িতে আসবে তাদেরকেই আলো জ্বালাতে হবে। তারপরে সেই ঘরের লোকেরা আলো নিভিয়ে ফেলে। তারমানে বাড়িতে সন্ধ্যার পর সারাক্ষণ অন্ধকার হয়ে থাকে। এই অন্ধকার স্থানে নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয় জ্যোতিষের ভাষায় বলতে পারেন শনি এবং কেতুর নেগেটিভ এফএক্স সৃষ্টি হচ্ছে সেই সব স্থানে।

এর ফলে পরিবারের মানুষদের সাথে সর্বক্ষণের জন্য মনের অমিল ঝগড়াঝাটি অশান্তি এগুলো তো লেগেই রয়েছে তার সাথে রয়েছে নিজেদের কর্মের বিঘ্ন নিজেদের মাথাব্যথা শরীর খারাপ এবং শিশুদের বারবার সর্দি কাশি এবং জ্বরে ভুগতে হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি তো লেগেই রয়েছে।

সম্ভব হলে বাড়ির সেই সমস্ত জায়গায় আলোর ব্যবস্থা করুন, কেউ আপনাদের সাথে হাত না বাড়ালেও আপনি নিজেই করুন সারা মাসে একটা এলইডি লাইটের বিল আসে মাত্র 40 টাকা এই 40 টাকায় কিন্তু আপনাদের বাড়ীর বাস্তুর অনেক পরিমাণে খারাপ দিক গুলো ঠিক হতে থাকবে।

সম্রাট বোস
7890023700