শনি আর চন্দ্র যোগ

শনি আর চন্দ্র যোগ।

আজ আমাকে একজন জিজ্ঞাসা করলো বার বার, massanger এ যে শনি আর চন্দ্রের যোগে মানুষের মনে কি প্রভাব ফেলে?

অনেক ভাবলাম, কিন্তু ঠিক ঠাক ভাষা খুঁজে পেলাম না, অনেক্ষন পরে আমার মনে একটা কবিতা মনে পড়লো।

আশা করি আপনি বুঝতে পারবেন আপনার প্রশ্নের উত্তরটা।

কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

এইযোগ টাকে বিষযোগ বলে অনেকেই বিচার করে থাকেন, কিন্তু মনের বিষ বলে ভয় পাওয়ার কিছু নেই।

এইসকল মানুষরা সকলের দুঃখ কষ্ট সহজেই এড়িয়ে যেতে পারেনা।

এদের মনে কষ্ট হয়, সমাজের প্রতি দায়িত্ব বোধটা একট বেশি পরিমানে থাকে, এগিয়ে আসে সমাজ সেবা মূলক কাজে।

তাই আমার মনে হয় এমন যোগ অভিশাপ নয়, এক ধরণের আশীর্বাদ।
আশীর্বাদ সমাজের প্রতি।

সম্রাট বোস
7890023700