শুভ জন্মদিন মালালা


শুভ জন্মদিন মালালা।


যেখানে মহিলাদের বেশিরভাগ জীবনটাই কেটে যায় অশিক্ষার অন্ধকারে, পাকিস্তানের সেই সোওয়াতে আলোর শিখা ১৭ বছরের কিশোরী ইয়ুসুফজাই মালালা। বন্দুকের নলের সামনেও যিনি মাথা নোওয়াতে শেখেননি। বরং মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও লড়াই চালিয়ে গিয়েছেন শিক্ষার সুযোগ সকলের জন্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তারই স্বীকৃতি দুহাজার চোদ্দর নোবেল শান্তি পুরস্কার। পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশের সোওয়াত জেলার ছোট্ট শহর মিঙ্গোরা। সেখানেই মেয়েদের স্কুলে যাওয়ার উপর এক সময় ফতোয়া জারি করেছিল তালিবান। সেখানেই দুহাজার নয় সালে গর্জে ওঠে এগারো বছরের ইয়ুসুফজাই মালালা। বিবিসিতে ছদ্মনামে তাঁর লেখা প্রকাশিত হয়। ব্লগে উঠে আসে সোওয়াত উপত্যকায় তালিবানের প্রভাব বিস্তারের খুঁটিনাটি। তালিবানি শাসনে তাঁর জীবন। এই উপত্যকায় তাঁর দৃষ্টিতে নারীশিক্ষার গুরুত্ব।

১২সে রাহুর অবস্থান এবং রাহুর দশায় ১০/১০/২০১৪ সালে নোবেল পুরষ্কার পাওয়া আর স্বামী বিবেকানন্দের ১১/০৯/১৮৯৩ সালে শিকাগো বক্তৃতা দেওয়া সেই ১২সে রাহুর দশায় হয়েছিলো।
১২সে রাহু সম্পর্কে অনেক খারাপ কিছু প্রচলন থাকলেও আমি ঠিক মানতে পারিনা, ১২সে রাহু মানুষকে পৃথিবীর সামনে তুলে ধরতে সাহায্য করে। তবে আর আলোচনার বিষয় কিন্তু একটু আলাদা, সেটা হলো সংখ্যাতত্ব বিষয়।

Malala Yousafzai = 1

যারা বুঝতে পারলেন না কি করে 1 হলো তাহলে একটা উদাহরণ দিচ্ছি।

MAMATA =4
M=13
A=1
তাহলে 13+1+13+1+20+1=49
49= 4+9=13
13=1+3=4

সংখ্যাতত্ব মানুষের জীবনকে প্রভাবিত করে, এমনটাই জ্যোতিষ জ্ঞানী ব্যক্তি প্রতিদিন বলে বেড়াচ্ছেন। ভাগ্গ্যাংক ১হলে সূর্য ২হলে চন্দ্র এইসব। এবার গরুর রচনার মতন। সূর্য হলে সূর্যের রচনা, চন্দ্র হলে চন্দ্রের রচনা, ৪হলে রাহু, রাহুর রচনার সব কিছ আবার ৭হলে কেতু। আপনার ভাগ্গ্যাংক যদি ৪হয়বা ৭হয় তাহলে আপনার সব কিছুই রাহুর বা কেতুর মতন হবে। এমনটাই শোনা যায় সব জায়গায়।

DR RAJENDRA PRASAD= 4
R VENKATARAMAN =4
SHANKAR DAYAL SHARMA=4
K.R.NARAYAN=4
PRANAB MUKHERJEE=4

আমি জানিনা এদের মানসিক গঠন রাহুর মতন ছিলো কিনা।

PRATIBHA PATIL=7

ইনি কেতুর মতন ছিল কিনা সেটাও জানি না।

সংখ্যাতত্ব মানুষের মনকে কোনোভাবে প্রভাবিত করে কিনা জানি না, তবে আপনার জীবনে সংখ্যাতত্ব ভালো মন্দ চলত পথে কিভাবে কাজে দেয় সেটা মালালার জীবন থেকে বোঝার চেষ্টা করি।

Malala Yousafzai=1

মালালার নামের সংখ্যা ১

নামের সংখ্যা ১হলেই তার জীবন ফলে ফুলে ভরে যাবে এমন ব্যাপার কিছু না, আমার বাড়ির আসে পাশে madai বলে একটা মাতাল, চোর আছে তার নামের সংখ্যা কিন্তু ১ সেটা মনে রাখতে হবে।

১ হলো মালালার ভাগ্গ্যাংক। মালালার শুভ সংখ্যা।
জন্ম তারিখ ১৩/০৭/১৯৯৭=৩৭ ৩+৭=১০ ১+০= ১
মালালার জন্ম তারিখ সংখ্যা ১

কিরো বলে গেছেন নামের আর জন্মের সংখ্যা একই যদি হয় তাহলে তাদের ভাগ্য ভালো হয়। এখানে মালালার দুটোই ১ সংখ্যা বেড়ালো।

মালালার জন্ম হয়েছে PAKISAN=1

অদ্ভুত, পাকিস্তান এর নামের সংখ্যা ১?
৪/৭ হওয়া উচিত ছিলো, যাইহোক মালালার জীবনের সাথে ১ সংখ্যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
মালালার জন্মের শহর PESHAWAR=1
মালালার নাম, জন্ম দিন, দেশ, শহর সব কিছুই মালালাকে ঘিরে ছিলো ওই ১সংখ্যা।

কিরো বলে গেছেন ১ সংখ্যার সাথে যাদের ৬/৭ সখ্যার মানুষের বা ৬/৭ সংখ্যা তাদের জন্য একদম শুভ নয়।

৯/১০/২০১২ সালে মালালাকে গুলি করে হত্যার চেষ্টা হয়, শরীরে গুলী লাগে।
৯/১০/২০১২=১৫ ..১+৫=৬
যেদিন গুলি করা হয় সেদিনের সংখ্যা ছিলো ৬
এই ৬ সংখ্যার দিনেই মালালার জীবনে সর্বনাশ নেমে এলো।

৪/৮ এমন সংখ্যা যে সংখ্যার মানুষ বা সব কিছুই মালালার জীবনে ভীষণ উপকারী। ১ সংখ্যার সাথে ৪/৮ সংখ্যার অনেক ভালো বন্ডিং হয়।

মালালাকে গুলি করার পরে ওনাকে RAWALPINDI তে আনা হয় চিকিৎসা করার জন্য।
RAWALPINDI=৮
MAMTAJ KHATUN=4 মালালাকে দেখে বলেন এখুনি বিদেশ নিয়ে গেলে মালালার বেঁচে যাওয়া সম্ভব।
দুদিন পরেই মালালাকে BIRMINGHAM=4 নিয়ে চলে যাওয়া হয়।

মালালাকে হত্যার চেষ্টার পর থেকে চিকিৎসক বা চিকিৎসা করার জায়গা সব কিছুই ছিলো ৪/৮ সংখ্যায় ঘেরা। এই সব কিছুতেই মালালার উপকার টাই হয়েছিলো।

QUEEN ELIZABETH HOSPITAL =7
জীবনেই কঠিন ৩মাস বার বার অস্ত্রোপচার যন্ত্রণার স্বীকার হতে হয় মালালাকে।

অবশেষে সারা পৃথিবীর মানুষ যেই দিনের অপেখ্যায় দিন গুনছিলো সেই দিনটা এলো ০৩/০১/২০১৩ =১ মালালা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেলেন।

১নম্বর সংখ্যা থেকে আমরা রবির বিচার করি ঠিক তেমন ভাবে আমরা ৯ সংখ্যা থেকে মঙ্গলের বিচার করি। জ্যোতিষ শাস্ত্রে রবির খুব উপকারী গ্রহ হলো মঙ্গল। সিংহ লগ্নের রাজ যোগ কারক গ্রহ যেমন মঙ্গল আবার মেষ লগ্ন মঙ্গলের ঘরে রবি উচ্চস্ত হয়। তাই মঙ্গল চিরকাল রবির উপকারী বলেই বিচার্য। তাই ১ সংখ্যার উপকারী সংখ্যা ৯

১০/১০/২০১৪=৯
সালে মালালা শান্তির নোবেলজয়ী হন।
৯ হলো মঙ্গলের সংখ্যা।

মালালার জীবনে প্রতিটা দিনে সংখ্যাতত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলো। মালালার জন্য ম্যাডোনা একটা গান লিখেছেন HUMAN NATURE=1
এখানেও আমরা ১ সংখ্যা খুঁজে পাচ্ছি।
আমাদের প্রতিটা মানুষের জীবনেও এমন ভাবে সংখ্যা জড়িয়ে আছে, যেগুলো আমরা কেউ বুঝেও বুঝে উঠতে পারছি না।

সংখ্যাতত্ত্ব এর গুণী ব্যক্তি মানুষ বলেছেন ১ এর সাথে ৪/৮ ভীষণ সহযোগী।
সেটা আমিও দেখলাম মালালা যখন হাসপাতালে ছিলো কেমন ভাবে মালালাকে ৪/৮ সংখ্যা সাহায্য করেছিলো।

সব শেষে আমার কাছে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে,
MULLAH FEZLULLAH=৮ সংখ্যার মানুষটা মালালাকে হত্যা করার আদেশ করেছিলেন।
ATTA ULLAH KHAN=৪ সংখ্যার ইঞ্জিনিয়ারিং পড়া ২২ বছরের ছেলেটা মালালাকে গুলি করেছিলো।

কিছু আশাবাদী মানুষ বলছেন মালালাকে ওই ভাবে গুলি না করলে মালালাকে কেউ চিনতে পারতো না, মালালা নোবেল পেতো না।
ওই তালিবান লোকগুলো আখেরে মালালার উপকার করেছিলো, পাকিস্তান এর উপকার করেছিলো, নিজেদের ক্ষত করেছিলো। মালালার এই ঘটনার ১ বছরের মধ্যেই ওই দুইজন তালিবানের মৃত্যুর শাস্তি হয়।

সম্রাট বোস
7890023700