Arunima and Everest


এভারেস্ট ছুঁয়ে এশিয়ার বাইরেও জয় অরুণিমার

জাতচক্রে যদি ১,৩,১১ ভাব যুক্ত হয় তাহলে আপনি যেমন ভাবেই থাকুন বা যেই অবস্থায় জন্ম গ্রহন করুন না কেন, সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবেন নিশ্চই।

আপনাদের ছবির মাধ্যমে একটা কুন্ডলী দিয়ে বোঝানোর চেষ্টা করলাম।

Analysis

১, লগ্ন পতি বুধ
২, তৃতীয় পতি মঙ্গল
৩, একাদশ পতি চন্দ্র
৪, লগ্নপতি বুধ মিঠুনে, ৩পতি মঙ্গল সপ্তমে আর ১১ পতি চন্দ্র লগ্নে অবস্থান করেছে।
৫, চন্দ্র আর মঙ্গল সমসপ্তমে অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি বুধের ওপর। (১,৩,১১ ভাবের মেলবন্ধন হয়েছে)
৬,রাহুর অবস্থান মূল ত্রিকোণ। (অরুনিমার সাহস বাড়িয়েছে)
৭, নবম হলো ভাগ্য, ওখানে দুই গুরুর অবস্থান এবং লগ্নের ওপর দৃষ্টি দিয়েছে।
(দুই গুরুর দৃষ্টি ভাগ্যস্থান থেকে, অরুনিমার ভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করেছে।)

Observation

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন ভারতের অরুনিমা সিনহা। মঙ্গলবার স্থানীয় সময় ১০ টা ৫৫ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।

আর এ মাধ্যমে প্রথম প্রতিবন্ধী হিসেবে এভারেস্ট জয় করার গৌরব অর্জন করলেন তিনি- ভারতের একটি সংবাদ মাধ্যমের দাবি।

দুর্বৃত্তরা একটি চলন্ত ট্রেনে থেকে ফেলে ‍দিলে ডান পা হারান ভারতের জাতীয় পর্যায়ের সাবেক ভলিবল খেলোয়ার অরুনিমা। ২০১১ সালের ১২ এপ্রিল লক্ষ্ণৌ থেকে দিল্লি ট্রেন ভ্রমণকালে কতিপয় গুন্ডা তার চেইন ছিনতাই করার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা দেয়ার কারণে গুন্ডারা তাকে পদ্মবতী এক্সপ্রেস ট্রেনের সাধারণ বগি থেকে ছুড়ে ফেলে দেয়। এতে তিনি ডান পায়ে মারাত্মক আঘাত পান। সেদিন থেকে তার আর ভলিবল খেলা হয়নি।

এভারেষ্ট অভিযানে যাওয়ার আগে তিনি ভারতের এক সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালে থাকাকালে নিজের জীবনকে ফের সুন্দরভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সম্রাট বোস
7890023700