Dhanush


ধনুশ

ধনুশ জন্ম গ্রহন করে রাহুর দশায় যেই রাহুর অবস্থান জন্ম কালীন ৯ম ভাবে মৃগশিরা নক্ষত্রে।

রাজ যোগ কারক গ্রহ শনির অবস্থান জন্ম কালীন লগ্নে যাহা অত্যন্ত শুভ বলে মনে হয়, সেই শনি তুলায় অবস্থান করে উচ্চস্ত।

লগ্নপতি শুক্র পূর্বাফলগুনী নক্ষত্রে ১১শ ভাবে অবস্থান করেছে। ১১ভাব সাকসেস এর জায়গা, এখানে লগ্নপতি অবস্থান করলে জাতক জীবনে উন্নতির শিখরে পৌছাবেই।

কোলভারী ডী সাফল্য কেন ….?

কোলাভেরি ডিজিটাল প্রকাশের চার্ট
16 নভেম্বর 2011
শনি+শুক্র+রাহুর প্রতন্তর দশা চলছিলো সেই সময়।

কেতু ৩ য় ভাবে।
সুগঠিত শক্তিশালী এবং প্রত্যাশিত তৃতীয় পতি দেশীয় সহকর্মী, সুসংবাদ, ভাল খ্যাতি, সাহস, প্রতিভা প্রদর্শন এবং ভাল কাজের প্রশংসা করার জন্য উপভোগ করে।

নবম ভাবে রাহু।
শক্তিশালী, সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট নবম ভাবের অধিপতি দীর্ঘ ভ্রমণ, সৎকর্ম, প্রবীণদের ও উর্ধ্বতনদের এবং শাসকদের আশীর্বাদে লাভ হবে। মর্যাদা ও অবস্থান বাড়তে পারে। খ্যাতি এবং সমৃদ্ধি হবে।

তৃতীয় এবং নবম ঘরের সংমিশ্রণ এবং কেতু এবং রাহু ধনুর সাফল্য তৈরি করে …

১৬ নভেম্বরে গ্রহের অবস্থান ক্ষতিয়ে দেখলে

১, ১১ ভাব পতি রবির অবস্থান লগ্নে ছিলো।

২, ৪/৫ পতি শনির অবস্থান সেই জন্মকালীন তুলায় যেমন ছিলো তখনও তুলায় অবস্থান করেছিলো।

৩, ভাগ্য পতি বুধ, লগ্ন পতি শুক্র, আর রাহুর অবস্থান ছিলো ২য় ভাবে, যেখান থেকে গান গাইবার বা কথা বলার ইন্ধন পাওয়া যায় সেখানে অবস্থান করেছিলো। আর ২পতি গানের জগতে যার প্রয়োজন সব থেকে বেশি তার অবস্থান ছিলো ১১ ভাবে, যেখান থেকে চূড়ান্ত সাকসেস এনে দিয়েছিলো ধনুশকে।

প্রতিটা মানুষের জীবনে ভালো খারাপ সময় নিশ্চই আসে, আর সেই সময়কে ঠিক মতন কাজে লাগানো বা পথ ছিনিয়ে দেওয়া হলো প্রকৃত জ্যোতিষ এর কাজ। তাই প্রতিটা মানুষের জীবনে এতটা শিক্ষিত জ্যোতিষ এর প্রয়োজন আছে, যিনি সাধারণ মানুষের পাশে থাকবে, তাদের দুঃখ কষ্টের কথা শুনবে এবং সঠিক পথ দেখিয়ে দেবে।

সম্রাট বোস
7890023700