Javed Akhater

Happy birthday javed Akhtar

ġhairoñ ko kab fursat hai dukh dene kī
jab hotā hai koī hamdam hotā hai

এমন অদ্ভুত শায়ারী শুধু জাভেদ আখতার এর থেকেই আশা করা যায়। যাইহোক ভারতবর্ষে যতদিন প্রেমিক বেঁচে থাকবে ততদিন “জাভেদ আখতার” সকলের মনে জীবন্ত থাকবেন।

কবি হবার সূত্রটা একবার দেখে নেবার প্রয়োজন আছে আমাদের।

# বুধ আর মঙ্গলের যোগ জন্ম কুন্ডলীতে থাকার ভীষণ প্রয়োজন আছে। একা কোনো গ্রহ কিছু করে উঠতে পারে না। বুধ হলো পেন আর মঙ্গল হলো পেনের কালি। দুটি গ্রহের মিলিত হতেই হবে। দুটি গ্রহের মিলিত ফলে এই যোগ শক্তিশালী হয়ে ওঠে, এর সাথে যদি বৃহস্পতি কোনোভাবে যোগ হয় তাহলে জাতক হয়ে ওঠে great scholar…কারণ বৃহস্পতি হলো কারক অফ knowledge….

Mercury is karok of intelligence. Jupiter tells about the way of thinking of a person. If they both are strong in the birth-chart, the person will become a scholar or a critic.

আমি এখানে শুধু গ্রহ নিয়ে বিচার করলাম, ভাব নিয়ে বিচার অন্যদিন আলোচনা করে দেখবো আপনাদের।

জাভেদ আখতার এর জন্ম কুন্ডলীতে ১০ম ঘরে (বৃহস্পতির) মঙ্গল আর বুধ উচ্যাস্ত কেতুর সাথে সহাবস্থান করেছে এবং বক্রী বৃহস্পতি ৭ম ঘরে অবস্থান করছে।
এখানে মঙ্গল বুধ আর বৃহস্পতির সংযোগ ঘটেছে খুব সুন্দর ভাবে। ছেলেবেলা থেকেই বাবার সাথে তার কবিতার পঠন পাঠন শুরু।

অনেকেই আমাকে বলতে পারেন অনেকের জন্ম কুন্ডলীতে মঙ্গল আর বুধের যোগ আছে কিন্তু তারা সবাই তো আর কবি বা লেখক হলেন না, তাহলে তারদেরকে বলার প্রয়োজন আছে যে সেই সকল মানুষ জীবনে কখনো এ কখনো স্কুল বা কলেজে কোথাও কিছু লিখেছিলেন বা এখনো দেখার ইচ্ছে আছে। জীবনের চাপে হয়ে ওঠেনা অনেকের। আজকের দিনে কোনো বাবা মা তারদের সন্তানকে কবি বা লেখক প্রথমে বানাতে চায়না, যদিনা তাদের পরিবারে লেখার প্রচলন থাকে তাহলে।

আমি ইতিহাসের পাতা খুলে অনেক নামী লেখকের জন্ম কুন্ডলীতে এই যোগ মিলিয়ে দেখেছি, তাদের মধ্যে প্রচুর লেখকের জন্ম কুন্ডলীতে কোনো না কোনো ভাবে মঙ্গল আর বুধের যোগ হয়েছে।

একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরি।

বঙ্কিমচন্দ্র বাবুর জন্ম কুন্ডলীতে ৫ম ঘরে মঙ্গল আর বুধের যোগ হয়েছে।

সম্রাট বোস
7890023700