Numerology সংখ্যাতত্ব

4সংখ্যা নিয়ে আমাকে অনেকেই লিখতে বলেছিল, কাজের চাপে লেখা হয়ে ওঠেনি। অনেকদিন পরে সময় পেলাম লেখার।
সংখ্যাবিজ্ঞান সংখ্যার অধ্যয়ন এবং মহাজাগতিক পরিকল্পনাটির অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে অতিপ্রাকৃত পদ্ধতিতে যাহা তার নির্দিষ্ট দক্ষতা এবং চরিত্র প্রবণতাও প্রতিফলন হয়। প্রতিটি অক্ষর একটি সংক্ষিক মান যা একটি সংশ্লিষ্ট মহাজাগতিক কম্পন প্রদান করে। আপনার জন্ম তারিখ সংখ্যার যোগফল এবং নামের অক্ষর এর সংক্ষিক মূল্য থেকে প্রাপ্ত যোগফল এক অদ্ভুত মূল্যের কম্পন পারস্পরিক সম্পর্ক প্রদান করে। এই সংখ্যা চরিত্র, জীবনের উদ্দেশ্য, প্রেরণা এবং যেখানে প্রতিভা হতে পারে সেই সম্পর্কে একটি মহান ইঙ্গিত বহন করে।

মানুষের জিবনে সংখ্যা কিভাবে প্রভাব ফেলে একটা উদাহরণ দ্বারা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি।

NARENDRA MODI =62=6+2=8
DOB=17/09/1950=17=1+7=8

ডিমনিটাইজেশনের ঘোষণার জন্য উনি বেছে নিয়েছিলেন 8 (৮)নভেম্বর রাত 8(৮)টা।
ব্যাপারটা শুনতে আপনাদের কাকতলীয় মনে হতে পারে।
তাহলে আসুন আরো কিছু ঘটনার কথা আপনাদের বলি তাহলে।

1, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 26/05/2014
26=2+6=8
2, গুজরাটের শেষ বারের মতন শপথ নিয়েছিলেন, সেদিন দিনটি ছিল 26/12/2012= 26=2+6=8
3, লোকসভা ভোটের নির্বাচনী প্রচার ( ভারত বিজয়) শুরু করেছিলেন 26/03/2014—-26=8
4, সাবলম্বন অভিযান শুরু করেছিলেন 17/09/2014–
17=8
5, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 08/04/2015
6, কৃষকদের জন্য TV CHANNEL শুরু করেছিলেন
26/05/2015—26=8
7, সার্ক উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন 26/11/2014
26=8

এগুলো কোনোটাই কাকতলীয় নয়, উনি সংখ্যাতত্ব মেনেই কাজ করেন। একবার বেজন দারুয়ালার সাথেও ওনাকে দেখা গিয়েছিল।

এবার আসি আমরা সংখ্যাতত্ব 4 নিয়ে আলোচনায়।
বিভিন্ন সংখ্যাতত্ববিদ্ বলেন 4 মানে যারা এই নম্বর নিয়ে জন্মগ্রহণ করেন তাদের জীবন ও জীবিকার প্রতি এঁদের দৃষ্টিভঙ্গী প্রচলিত প্রথাবিরোধী৷ মগজকে প্রায়ই ব্যবসার কাজে লাগান এঁরা৷ অন্যের বোকামি সহ্য করতে পারেন না৷ অনেকে ভুলও বোঝেন এঁদের৷ এই 4 সংখ্যা রাহু দ্বারা পরিচালিত।
তবে আমার ভাষায় এই সকল মানুষ গুলো ভালোর জন্য খুব ভালো, কিন্তু খারাপের জন্য ভীষণ খারাপ। খারাপ আর ভালোর সংমিশ্রণ হয়ে থাকে এদের জীবনে। এদের জীবনে ওঠানামা লেগেই থাকে।

আসুন আমরা ভালোর দিক গুলো নিয়ে আলোচনা করি।

1, নাম্বার 4 স্তিতিশীল, আদেশ, ন্যায় বিচারের সংখ্যা।
2, নাম্বার 4 পৃথিবী এবং মানবজাতির।
3, নাম্বার 4 পূর্ণতা এবং বর্গিক্ষেত্র।
4, নাম্বার 4 শক্তিশালী ভিত্তি নির্মাণের প্রতীক।
5, নাম্বার 4 আমাদের চারটে দিক।
east, west, north, south
6,পিথাগরিও দর্শনে আত্মার 4টি অংশ
মন, মতামত, বিজ্ঞান, অর্থ।
7, 4টি উপাদান আমাদের জীবনে,
অগ্নি,পৃথ্বী,বায়ু,জল
8, 4টি পাতা বিশিষ্ট বেলপাতা আমরা অতি পবিত্র বলে মেনে থাকি।
1, Hope 2, Faith 3, Love 4, Luck
9, কর্কট রাশি হলো রাশি চক্রের 4th রাশি। শ্রী রামচন্দ্রের কর্কট রাশি আর কর্কট লগ্ন।
10, 4 নাম্বার কর্কট আর সিংহ রাশির শুভ নাম্বার।

এবার আমরা অশুভ দিকের আলোচনা করি।
কিছু দেশের মানুষ এই 4নাম্বারকে অতি অশুভ বলে মনে করে।
1, MAINLAND CHAINA, JAPAN, KOREA AND TIWAN এইসব পূর্ব এশিয়ার দেশ গুলো 4 নাম্বার উচ্চারণ করতে গেলে তারা বলেন মৃত্যুর মতন শোনায়, তাই জন্য 4 নাম্বারকে ওইসব দেশে অশুভ বলে মনে করে থাকে।

2, HONG KONG এর 80% বাড়ির, হসপিটালের লিফটে 4 নাম্বার এর বোতাম থাকে না। 4 নাম্বার ফ্লোরে বিশেষ কাজ করেনা।

3, ALFA ROMEO তার গাড়িতে 144 নাম্বার নিয়েছিল একটাই কারণে যাতে সিঙ্গাপুরে কোনো চোর ভয় তার গাড়ি চুরি না করে।

4, NOKIA তার কোনো মোবাইলের মডেলের নাম 4 দিয়ে রাখেনি।

5, BEIJING TRAFIC MANAGMENT BUREAU (BTMB) গাড়ির লাইসেন্স প্লেটে 4 নম্বর রাখা সরকারি ভাবে বন্ধ করে দিয়েছে।

6, JAPAN, CHAINA, KOREA তে 04/04 তারিখে কোনো শুভ কাজ করে না।

LONDON BURNED

লন্ডনের আগুন লাগার ঘটনা কে না জানে।
4দিন ধরে জলেছিলো পুরো লন্ডন। পুরেছিলো 13000 বাড়ি, 80000 ঘর। 90% বাড়ি জলে গিয়েছিল 1666 সালের 02/09 তারিখে। পুডিং লেনের একটা বেকারী কিং বেকারের বাড়িতে প্রথম আগুন লাগে।
এখনো পর্যন্ত সমস্ত লন্ডন ওই 4দিনের কথা মনে করে ভয় আতঁকে ওঠে।

সংখ্যাতত্ব প্রতিটা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রতিটা মানুষের সঙ্গে ওতপ্রোত ভাবে মিশে আছে।
তবে নিজে থেকে মনের মতন নাম পছন্দ করে সেটাকে রাখা বা নতুন নাম পরিবর্তন করার আগে সংখ্যাতত্ববিদের পরামর্শ নেবার প্রয়োজন বলে আমি মনে করি।

Samrat Bose
7890023700