Articles & Blog

SRI DEVI

Sharing is caring!

সত্যি কি শ্রী দেবীর মৃত্যু বাথ টবে ডুবে হয়েছিল?

গতবছর আজকের দিনে সকালে ঘুম থেকে উঠেই সমস্ত ভারতবাসী একটাই খবর শুনেছিলাম “রূপ কি রানী” আমাদের মধ্যে আর নেই।

শ্রীদেবী

ওনার অপূর্ণতা অন্য কারোর দ্বারা পূরণ করা যাবে না। সুন্দর আত্মা স্বর্গে চলে যাওয়ার এক বছর পরও, সারা পৃথিবী জুড়ে শ্রীদেবী এখনও লক্ষ লক্ষ হৃদয়কে শাসন করতে চলেছে।

বাথটাবের জলে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।
• ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন থেকে তা-ই জানা গেছে।
• দুবাই পুলিশের কাছ থেকে এ তথ্য পেয়েছে।

কেনো বাথ টবের জলে ডুবে গেলেন শ্রী দেবী?
ওখানেতো এক হাটুও জল থাকেনা। তাহলে কেমন করে ঘটলো?

হৃদ্‌রোগ নয়, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবের জলেতে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। শ্রীদেবীর রক্তের নমুনায় অ্যালকোহল পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই দুর্ঘটনা। এরই মধ্যে ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন শ্রীদেবীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন।

আশ্লেষা নক্ষত্র

লগ্ন বা লগ্নপতি/ চন্দ্র/আত্মাকারক গ্রহ যদি আয়নার জাতচক্রে আশ্লেষা নক্ষত্রে অবস্থান করে তাহলে আপনার জীবনে food poison বা খাবারে বিষক্রিয়া বা কীট পতঙ্গ/সাপ/বিছার কামড়ে আপনার শরীরে বিষক্রিয়া হবেই। এমন ঘটনা আপনার জীবনে মাঝে মাঝেই ঘটবে।

শ্রীদেবীর জাতচক্র লক্ষ্য করলে বোঝা যায়

★লগ্নের অবস্থান আশ্লেষা নক্ষত্রে।
★রবি ২য় পতির অবস্থান আশ্লেষা নক্ষত্রে।
★৪/১১ পতি শুক্রের অবস্থান আশ্লেষা নক্ষত্রে।

এইবার দেখবার বিষয় আছে সেই বিষক্রিয়া কতটা ভয়ানক হবে সেটা জাতকের জাতচক্রের দশা/অন্তর্দশায় নির্ভরশীল।

শ্রীদেবী 25/02/2018 সালের সন্ধ্যাবেলা এতটাই মদ্যপান করেছিলেন এবং পার্টিতে যা যা খাবার খেয়েছিলেন তাতে তার শরীরে অতিরিক্ত নেশা এবং খাবারের বিষক্রিয়া ঘটিয়েছিলো যেটা শ্রীদেবী সহ্য করে উঠতে পারেনি, সেই কারণে বাথ টবের জলের মধ্যে শুয়ে থাকতে থাকতে অন্তিম ঘুমে চলে গিয়েছিলেন।

সত্যি পরাশর মুনি আপনি ধন্য। সেই যে ১০,০০০ বছর আগে বলে গিয়েছিলেন মারকের দশায় জাতকের মৃত্যু হয় সেটাই হলো শ্রীদেবীর জীবনে।

কর্কট লগ্নের ৭ম পতি শনি মারক, শনির দশায়, শনির অন্তর দশায় ওনাকে ছেড়ে চলে যেতে হলো।

সম্রাট বোস
7890023700

samrat bose

Even after bagging all such degrees astrologer Samrat Bose still doing a vigorous research on “Astro Bastu” presen

https://www.samratastrology.com

Leave a Reply

Back To Top
shares