War


চারিদিকে শোনা যাচ্ছে যুদ্ধের কথা, সাধারণ মানুষের আলোচনা থেকে শুরু করে জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে মনে হচ্ছে একটা যুদ্ধ লাগতে পারে পৃথিবীর মধ্যে যে কোন একটা জায়গায় তবে এই যুদ্ধটা নাকি অনেক বড় হতে চলেছে।

জ্যোতিষ শাস্ত্রে বিচার করতে গেলে দেখা গেছে অনেক জ্যোতিষশাস্ত্র কার বলছেন শনি এবং প্লুটো যখন একত্রিত হয়েছে তখন পৃথিবীতে যুদ্ধ হয়েছে। শনি এবং প্লুটো রাশিচক্রে একত্রিত হয় প্রতি 38 বছর অন্তর, এবার একত্রিত হয়েছে ধনু রাশিতে।

প্রথমে দেখে নেওয়া যাক শুনি এবং প্লুটো কবে কখন কিভাবে একত্রিত হয়েছিল তারপরে বাকি আলোচনা করা যাবে।

Saturn conjunct Pluto dates
Enters 10 Jun 1914 6:20:14 pm (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 4 Oct 1914 1:25:42 pm (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 1 Nov 1914 4:01:02 am (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 19 May 1915 2:52:12 pm (EST +5:00)
Leaves 26 Jul 1915 8:10:54 am (EST +5:00)
Enters 8 Feb 1916 4:36:45 am (EST +5:00)
Leaves 10 Mar 1916 7:35:29 am (EST +5:00)

Enters 27 Aug 1946 8:01:44 am (EDT +4:00)
Leaves 27 Jan 1947 1:56:44 pm (EST +5:00)
Enters 11 Apr 1947 10:46:38 pm (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 10 Aug 1947 9:21:15 pm (EDT +4:00)
Leaves 5 Nov 1947 5:09:55 pm (EST +5:00)
Enters 9 Dec 1947 8:51:17 pm (EST +5:00)
Leaves 4 Jul 1948 8:37:56 am (EDT +4:00)

Enters 30 Oct 1981 7:33:51 am (EST +5:00)
Leaves 12 Apr 1982 12:34:21 pm (EST +5:00)
Enters 10 Jun 1982 1:45:47 pm (EDT +4:00)
[Saturn conjunct Pluto] Is Exact 7 Nov 1982 7:43:50 pm (EST +5:00)
Leaves 25 Oct 1983 8:21:55 am (EDT +4:00)

Enters 3 Jan 2019 8:24:04 am (EST +5:00)
**[Saturn conjunct Pluto] Is Exact 12 Jan 2020 11:59:24 am (EST +5:00)** Leaves 8 May 2020 1:22:20 pm (EDT +4:00)
Enters 17 May 2020 3:02:45 am (EDT +4:00)
Leaves 26 Dec 2020 8:32:02 am (EST +5:00)

Enters 7 Feb 2053 2:49:58 pm (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 15 Jun 2053 8:25:27 am (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 10 Jul 2053 4:58:01 am (EST +5:00)
[Saturn conjunct Pluto] Is Exact 2 Feb 2054 2:01:46 am (EST +5:00)
Leaves 18 Apr 2054 3:23:12 am (EST +5:00)
Enters 17 Sep 2054 11:36:55 am (EST +5:00)
Leaves 15 Dec 2054 6:02:36 am (EST +5:00)

অতীতে কখন কিভাবে কবে সনি এবং প্লুটোর যোগ হয়েছিল এবং ভবিষ্যতে কখন হবে তার একটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করলাম।

বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিরা বলছেন শনি এবং প্লুটো যখন যোগসুত্র হয়েছে তখনই পৃথিবীতে বিভিন্ন জায়গায় বড় যুদ্ধ ঘটেছে। বেশকিছু যুদ্ধের উদাহরণ তারা দিয়েছে যদিও, তার প্রধান উদাহরণ হলো প্রথম বিশ্বযুদ্ধ। 28 জুলাই 1914সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 11 ই নভেম্বর হাজার 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা হয়েছিল। এই সময় কুষ্টি বিচার করলে দেখা যাবে শনি এবং প্লুটো একত্র অবস্থান করছিল মিথুন রাশিতে। শুধুমাত্র এই একটি ঘটনা দিয়ে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমাদের জ্যোতিষ বিচার অধরা থেকে যাবে।
Austo pussian war and Paraguayan war 1866 যুদ্ধ দুটো যেটা হয়েছিল তাতে শনি এবং প্লুটো দুজনে সমর্থনে অবস্থান করছিল। তুলা রাশিতে শনির অবস্থান ছিল এবং মেষ রাশিতে প্লুটোর অবস্থান ছিল। Soudi Yemeni war at 1934 এই যুদ্ধটা যখন হয়েছিল শনির অবস্থান ছিল মকরে এবং রাহু সাথে সহাবস্থান ছিল আর কর্কট প্লুটোর অবস্থান ছিল কেতুর সাথে। আফগনিস্তান যুদ্ধ হয়েছিল 2001 সালে তখন শনির অবস্থান ছিল বৃষ রাশিতে এবং প্লুটোর অবস্থান ছিল বৃশ্চিক রাশিতে, দুজনে সপ্তমে অবস্থান করে যোগসুত্র গঠন করেছিল।

শুধু শুনি এবং প্লুটো সংযোগে পৃথিবীতে চারটি যুদ্ধের সম্পর্কে জানা গেল কিন্তু আমার রিসার্চ রিপোর্ট বলছে আজ পর্যন্ত সারা পৃথিবীতে অসংখ্য যুদ্ধ হয়েছে শুধুমাত্র 1900 দশকের পরে থেকে এখনো পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে তার সংখ্যা কিছু কম নয়।

1900–2000

Acehnese War (1873–1904)

Philippine-American War (1899–1902)

South African War (1899–1902)

The War of a Thousand Days (1899–1903)

Boxer Rebellion (1900–01)

Moro Wars (1901–13)

Russo-Japanese War (1904–05)

Pig War (1906–09)

Mexican Revolution (1910–20)

Italo-Turkish War (1911–12)

World War I (1914–18)

Baltic War of Liberation (1918–20)

Russian Civil War (1918–20)

Russo-Polish War (1919–20)

Rif War (1921–26)

Soudi Yemeni war 1934

Chaco War (1932–35)

Italo-Ethiopian War (1935–36)

Spanish Civil War (1936–39)

Sino-Japanese War (1937–45)

Phony War (1939–40; no actual hostilities)

Russo-Finnish War (1939–40)

World War II (1939–45)

Greek Civil War (1944–45; 1946–49)

Arab-Israeli wars (1948–49; 1956; 1967; 1973; 1982)

Korean War (1950–53)

Algerian War (1954–62)

Vietnam War (1954–75)

Six-Day War (1967)

War of Attrition (1969–70)

Yom Kippur War (1973)

Dirty War (1976–83)

Afghan War (1978–92)

Iran-Iraq War (1980–88)

Falkland Islands War (1982)

Persian Gulf War (1990–91)

Bosnian conflict (1992–95)

Kosovo conflict (1998–99)

2000–

Afghanistan War (2001–14)

Iraq War (2003–11)

Syrian Civil War (2012– )

যতগুলো যুদ্ধ সম্পর্কে উপরে উল্লেখিত বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে মোটা অক্ষরে লেখা তিনটি যুদ্ধ ছাড়া বাকি কোন যুদ্ধে শনি এবং প্লুটো যোগ সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তারমানে সম্পূর্ণ ভাবে বোঝা যাচ্ছে শনি এবং প্লুটো যোগসুত্র শুধুমাত্র যুদ্ধের কারণ হতে পারে না, আবার কিছু কিছু সূত্রে বলা হয়েছে শনি মঙ্গল এবং রাহু সংযোগে দেশে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা অথবা যুদ্ধের কারণ হতে পারে, কিন্তু এখানে একটা মজার ঘটনা আছে শনি এবং রাহু একটি ঘরে আড়াই বছর এবং দেড় বছর থাকে তার মানে শনি সম্পূর্ণ রাশিচক্র অতিক্রম করে 30 বছরের আর রাহু অতিক্রম করে 18 বছরের, মঙ্গল একটি ঘরে থাকে 45 দিন তার মানে 12 টি ভাব অতিক্রম করে কমবেশি 540 দিনে। পৃথিবীতে যে কোন যুদ্ধ খুব কম করে হলেও দু’বছর 3 বছর 4 বছর এবং তার থেকেও বেশি দিন চলেছে এই সময়কালে রাহু মঙ্গল এবং শনির যোগসুত্র যে কোন সময় হতে পারে কারণ মঙ্গল প্রতিটা ভাবে ঘুরে ঘুরে রাহু শনির সাথে ঘটক রূপে যোগ সাধন করবেই। রাহু শনি মঙ্গল কোনরকম যোগ সাধন যদি যুদ্ধের কারণ হয়ে ওঠে তাহলে প্রতি দুই মাস অন্তর অন্তর পৃথিবীর চারিদিকে যুদ্ধ হতেই পারে।

2019 সালের আজকের দিনে মানে ডিসেম্বর মাসে শনি কেতু প্লুটো বৃহস্পতি আর শুক্র ধনু রাশিতে সহাবস্থান করেছে। পরাশর মুনি বলে গেছেন যে কোন দুর্ঘটনা অথবা যে কোনো খারাপ কোনো ঘটনা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা বৃহস্পতি, এই বৃহস্পতির যদি দৃষ্টি বা অবস্থান কোন ঘটনা বা কোন খারাপ সৃষ্টি হওয়া যোগের মধ্যে অনুপ্রবেশ করে তাহলে সেই খারাপ ঘটনা থেকে মুক্তি পেতে পারে। শনি কেতু এই দুটি গ্রহের একত্র অবস্থান ধনু রাশির পক্ষে খুবই ক্ষতিগ্রস্ত এখানে বৃহস্পতি নভেম্বরের 5 তারিখে প্রবেশ করে ধনু রাশির খারাপ প্রভাব কি অনেকটাই কমেছে।

শনি কেতু এবং বৃহস্পতি একত্রে ধনু রাশিতে অবস্থান এটা এক বিরল দৃশ্য আমাদের জ্যোতিষ জগতে। আজকে থেকে 296 বছর আগে 1723 সালে এমনটাই সংযোগ হয়েছিল ধনু রাশিতে। শনি কেতু এবং বৃহস্পতির সহাবস্থান। পৃথিবীর ইতিহাসে পাঠকগণ খুঁজে দেখতে পারেন 1723 সালে আমাদের পৃথিবীতে এমন কোন খারাপ ঘটনা ঘটেনি, শনি এবং কেতুর খারাপ প্রভাব কে বৃহস্পতি পুরোটাই প্রশমিত করেছিল তাই 2019 সালের এই খারাপ প্রভাব 2020 সালে 25 শে জানুয়ারি পর্যন্ত যেটা হবার সম্ভাবনা দেখা দিয়েছিল আমার মনে হয় সেটা হবে না।

যুদ্ধ হবার বিশেষ কোনো গ্রহ গত কারণ এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি, যুদ্ধ প্রতিনিয়ত মানুষ তাদের প্রয়োজনে-অপ্রয়োজনে রক্ত বের করে এসেছে এবং এখনো করছে। যুদ্ধ নিয়ে আমার জ্যোতিষী গবেষণা চলছে ভবিষ্যতে এই সম্পর্কে কিছু তথ্য আমার কাছে উদঘাটন হলে আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসব।

সম্রাট বোস
7890023700