Numerology 11


————————স্পেশাল ১১—————-

সংখ্যাতত্ব শুধু মানব জীবনে নয় সমাজেও এর অনেক প্রতিফলন আছে। বর্তমানে ঝুড়ি ঝুড়ি মানুষ আছেন যারা তাদের নাম পরিবর্তন করেছেন, অতীতেও ছিলেন এমন বহু মানুষ।

মানিক, সত্যজিৎ রায়; রীনা, অপর্ণা সেন; রমা, সুচিত্রা সেন; মোহর, কণিকা বন্দ্যোপাধ্যায়; বুম্বা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়; সুভাষচন্দ্র বসু, নেতাজি, নেতাজি সুভাষ; গান্ধিজি, বাপুজি, মোহনদাস করমচাঁদ গান্ধি; মার্ক টোয়েন, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স; এপিজে আবদুল কালাম, আবুল ফকির জয়নুলাবউদ্দিন আবদুল কালাম; পিভি নরসিংহ রাও, পামুলাপ্রতি ভেঙ্কটনরসিমহা রাও; পিটি উষা, পিলাভুল্লাকান্দি থেক্কেপরম্বিল উষা; রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টেগোর ইত্যাদি।

আজকে আমি আলোচনা করবো 11 নাম্বার নিয়ে, এই 11 কে সকলেই স্পেশাল নম্বর বলেই জানেন।
আবার এই 11 নাম্বারকে ভাঙলে 1+1=2 আসবে।
তবে সুদু 2 নাম্বার নিয়ে আমি অন্য একদিন আলোচনা করবো। আজকে 11কে নিয়েই আলোচনায় আসি।

১১ নাম্বার যেসকল মানুষের নামাঙ্কর হয় সেই সকল জাতকের জীবনে অনেক কিছুই শুভত্ব আসে এটা আমরা দেখে এসেছি। তাছাড়া এটাকে সকল জ্ঞানী সংখ্যাতত্ববিদ্গণ স্পেশাল বলে থাকেন। তাদের জিজ্ঞাস করতে অনেকেই বলেছেন পর পর দুটো ১ থাকে তাই।

আসুন দেখা যাক কেন ১১ নাম্বার এত স্পেশাল।
আমার চিন্তা ভাবনা একটু আলাদা। তাই আলাদা ভাবেই ১১ নিয়ে আলোচনা করি আপনাদের সাথে।

—————————— ১১ —————————-

১, পৃথিবীর সবথেকে বড় syberian বাঘটি ১১ ফুট।
২, রকেটের গতি ১১/ সেকেন্ড।
৩, সমুদ্রের দীর্ঘতম গভীরতা হলো ১১ কিমি।
৪, প্রাপ্ত বয়স্ক ছেলেদের হার্ট এর ওজন ১১ ounces
৫, জ্যোতিষী মতে ১১ ভাব হলো সাফল্য।
৬, জাপানের ১১% কৃষক ধান চাষ করে।
৭, রাগবি বল ১১ ইঞ্চি লম্বা।
৮, ওয়ার্ল্ড ওয়ার ১ শেষ হয় ১১ মাস, ১১ দিন,
৯, সব থেকে বেশী অস্কার আওয়ার্ড সব থেকে বেশী পেয়েছিলো দুটি সিনেমা বেনহুর আর টাইটানিক ১১ বার।
১০, সবথেকে বেশী সময়ের জন্য গ্রহণ হয়েছিল ১১/০৮/১৯৯৯ সকাল ১১:১১ মিনিটে।
১১, প্রথম চাঁদে পা দিয়েছিল Apollo 11

তাহলে আপনার নিশ্চই বুঝতে পারছেন যে কেনো ১১ নাম্বার নিয়ে এত ভালো বলা হয়। এবার আমরা একটা ঘটনা নিয়ে পর্যালোচনা করবো যেখানে ১১ নাম্বার সব জায়গায় কাজে লেগেছিলো।

অলৌকিক ১১

বিশ্ব বিস্ময়ে হতবাক হয়ে দেখেছিল যুক্তরাষ্ট্রের উপর হামলার এক মর্মান্তিক দৃশ্য । ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার টুইন টাওয়ারটি তাসের ঘরের মতো মাটিতে মিশে গেল। গোটা বিশ্ব কেঁপে উঠল।

এবার দেখা যাক কি হয়েছিল ১১/০৯ তারিখে।

রাষ্ট্রপতি George W. Bush -এর মোট অক্ষর সংখ্যা হল ১১টি।

(১) হামলার তারিখ ১১ সেপ্টেম্বর,
(২) হামলার তারিখ ৯/১১, অর্থাৎ ৯ + ১ + ১ = ১১,
(৩) ১১ সেপ্টেম্বর হল বছরের ২৫৪ তম দিন = ২ + ৫ + ৪ = ১১,
(৪) ১১ সেপ্টেম্বেরের পরে বছর শেষ হতে আর ১১১ দিন বাকি ছিল,
(৫) টুইন টাওয়ার পাশাপাশি দাঁড়ানো, যা দেখতে ১১,
(৬) প্রথম বিমান যেটি আঘাত হানে, সেটি ১১ নম্বর ফ্লাইট,
(৭) American Airlines মানে AA, অর্থাৎ A হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, মানে American Airlines = AA = ১১,
(৮) নিউইয়র্ক স্টেট হচ্ছে ইউনিয়নে যুক্ত হওয়া ১১ নাম্বার স্টেট,
(৯) New York City, এখানেও ১১টি অক্ষর,
(১০) Afghanistan, এখানেও ১১ টি অক্ষর,
(১১) The Pentagon, এখানেও ১১ টি অক্ষর, (১২) ফ্লাইট ১১ – ৯২ অন বোর্ড – ৯ + ২ = ১১, (১৩) ফ্লাইট ৭৭ – ৬৫ অন বোর্ড – ৭৭ = ১১ x ৭ – ৬ + ৫ = ১১,
(১৪) Air Force One = ১১ অক্ষর,
(১৫) Saudi Arabia = ১১ অক্ষর,
(১৬) ww terrorism = ১১ অক্ষর,
(১৭) ইউ এস স্টেট সেক্রেটারি Colin Powell = ১১ অক্ষর,
(১৮) ১১ নভেম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের Remembrance day, আবার নভেম্বর হল ১১তম মাস,
(১৯) বিশ্ব বাণিজ্য সংস্থায় আঘাত হানা বিমানের পাইলট ছিল Mohamed Atta, Mohamed Atta = ১১ অক্ষর।

তাহলে কি পাওয়া গেল?

১১ একটা অলৌকিক নম্বর।

সম্রাট বোস
7890023700