Rohini Nakhastra


রোহিনী নক্ষত্র
Born to rule.

আজকের আলোচনা রোহিনী নিয়ে।
সৃষ্টির সময় সকল দেবতা তাদের কিছু না কিছু কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।

রোহিনী দেবতা প্রজাপতি, ব্রম্ভা।

ব্রহ্মা হিন্দুধর্মের প্রধান তিন দেবতার একজন; অন্য দুজন বিষ্ণু ও শিব। বিশ্বের সৃষ্টিকর্তা ‘প্রজাপতি’ নামেই তিনি সমধিক পরিচিত। ঋগ্বেদসহ বৈদিক সাহিত্যের অন্যান্য গ্রন্থে ব্রহ্মার উল্লেখ পাওয়া যায়। অনন্তশয্যায় শয়ান বিষ্ণুর নাভিকমল থেকে তাঁর প্রকাশ। তিনি বৈদিক যজ্ঞের অন্যতম পুরোহিত এবং সাধারণত চতুর্মুখ, চতুর্ভুজ ও হংসবাহনরূপে কল্পিত। তিনি উন্নত দেহের অধিকারী এবং তাঁর গায়ের রং রক্তাভ গৌরবর্ণ। তাঁর চার হাতে থাকে কমন্ডলু, স্রক্, ঘৃতপাত্র বা পুস্তক এবং অক্ষমালা। বিবাহের লগ্নপত্রে, সূতিকাগৃহে, শিশুর জন্মের ষষ্ঠ দিনে এবং বাস্ত্তপ্রতিষ্ঠার সময় ব্রহ্মাকে স্মরণ করা হয়।

প্রজাপতি চেয়েছিলেন সকলেই একত্রে মিলেমিশে থাকবেন বা রাখবেন।
পৃথিবীর সকল বিষয়ে কতৃত্ব স্থাপন করবেন।

দেখা যাক কিভাবে মানুষ বা ভগবান রোহিনীতে জন্মালে সকলের ওপর কতৃত্ব স্থাপন করবেন।

শ্রী কৃষ্ণ
ওনার জন্ম হয়েছিল কংস বধ এবং মহাভাতর রচনা করার জন্য।
ওনার জন্ম হয়েছিল রোহনী নক্ষত্রে।

সৌরভ দাদা
যখন ক্রিকেটে ভারতের নাম পিছনের সারিতে, হেরে যাওয়া ছাড়া জেতার সম্ভাবনা কেউ দেখতো না, ঠিক সেই সময়, ভারতের ইতিহাস সৃস্টি করতে সৌরভ দা ক্যাপ্টেন হয়ে ভারতের হাল ধরলেন।
ইংল্যান্ডের মাঠে ইংল্যাংড কে হারিয়ে দাদা বুঝিয়ে দিয়েছিলেন, ভারত বাইরের মাটিতে জিততে পারে।
সমস্ত ভারতের টিমকে এমনভাবে সাজিয়ে তুলেছিলেন, যার ফলে ভারত ধোনির হাত ধরে ওয়ার্ল্ড কাপ জয় করলেন।
দাদার জন্ম রোহিনী নক্ষত্রে।

লাল বাহাদুর শাস্ত্রী
মাত্র ১৮ মাস প্রধানমন্ত্রী ছিলেন।
এই কটা দিনে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন ভারতের কি ক্ষমতা।
পাকিস্তানকে মাথা নত করতে হয়েছিল বিশ্বের সামনে।
রোহিনী নক্ষত্রে জন্মেছিলেন।

বারাক ওবামা
কালো সাদার বর্ণ বিদ্বেষী মিটিয়ে পৃথিবীর প্রথম কালো ক্ষমতাশালী রাষ্ট্রপতি হয়েছিলেন।
রোহিনী নক্ষত্রে জন্ম তার।

মঙ্গল যখন রোহিনীতে অবস্থান করবে সেই জাতকের অসীম সাহসের দ্বারা পৃথিবীতে রাজত্ব করবে।

নেতাজি সুভাষ চন্দ্র বসু
এমন সাহসী স্বাধীনতা সংগ্রামী আমাদের ভারতের ইতিহাসে আর কেউ জন্মায়নি।
মঙ্গল রোহিনীতে।

Neil Armstrong
৩৯ বছর বয়সে প্রথম মানুষ যিনি নাসার হয়ে চাঁদে পা দেন, ৮দিন চাঁদে কাটান।
এর থেকে আর কি সাহসের পরিচয় হতে পারে?
লগ্ন আর মঙ্গল রোহিনীতে।

শনি যখন রোহিনীতে অবস্থান করে তখন মানুষ অনেক বড় কিছু চিন্তা করলেও ইন্ত্রভাট হয়ে যায়, এদের চিন্তা ভাবনা সুদূর প্রসারিত হয়, সমাজ কল্যাণের চিন্তা থাকে কিন্তু নিজেকে ঝামেলায় জড়াতে দেয়না।

অমিতাভ বচ্চন
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার অভিনয় ক্ষমতা।
সমাজের সকল ভালো কাজে থাকলেও কোনো রকম অপ্রীতিকর কাজের থেকে প্রথম থেকেই দূরে রেখেছেন নিজেকে।
শনি রোহিনীতে।

এইভাবে প্রতিটি গ্রহ নিয়ে আলোচনা সবিস্তারে করা যায় কিন্তু ফাসবুকে মুশকিল।
যদি কখনো সময় বা সুযোগ হয় তাহলে বাকি গ্রহ গুলো নিয়েও আলোচনা করবো, কোন কোন গ্রহ রোহিনীতে থাকলে মানুষের চিন্তা ভাবনা কেমন হয়।

সম্রাট বোস
7890023700